মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট: বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ‘নিখোঁজ’ এম. ইলিয়াস আলীকে সন্ত্রাসী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
সোমবার সকালে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।
বক্তব্যের শুরুতে সম্মেলনের প্রধান বক্তা শফিকুর রহমান চৌধুরীর নাম বলতে গিয়ে মিসবাহ সিরাজ বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী অত্যন্ত জনপ্রিয় নেতা। তিনি দেশের ‘শীর্ষ সন্ত্রাসী’ ইলিয়াস আলীকে পরাজিত করে সিলেট-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এরপর মূল বক্তব্য শুরু করেন তিনি।