• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

জকিগঞ্জে নির্যাতনকারী সেই সালাম মেম্বার আটক

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, সিলেট: অবশেষে সিলেটের জকিগঞ্জে যুবককে নির্যাতনের দায়ে সালাম মেম্বারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধায় তাকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। তবে কোথায় থেকে তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি।

জকিগঞ্জ থানার ওসি মীর নাসির আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে সালামের অপর ৩ সহযোগীকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। তারা হল এবাদ মেম্বার, আনোয়ার, ও শাহজাহান।

বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের বড়বন্দ গ্রামের মৃত সফর আলীর ছেলে গিয়াস উদ্দিন (৩৫)কে বাঁশের সঙ্গে ঝুলিয়ে হাত-পা বেঁধে নির্মমভাবে পায়ের নিচে বেধড়ক মারপিট করে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়।

ভিডিওতে দেখা গেছে, সালাম মেম্বার ওই যুবককে বেধড়ক পিঠাচ্ছেন।  এ ঘটনায় জকিগঞ্জে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সালাম মেম্বারের বিরুদ্ধে হত্যা, নারী কেলেংকারী, মাদক ব্যবসাসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ