সোমবার, ১২ মে ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সদস্য হান্নান মিয়া (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। এসময় ডাকাত দলে অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।
বুধবার (২০ নভেম্বর) ভোররাতে জেলার আমতৈল এলাকায় করাকালীন মুটুকপুর হাওরে অভিযান চালিয়ে তাকে আটক করে।
এসময় ডাকাতদের ফেলে যাওয়া লোহার তৈরি একটি গ্রিল কাটার মেশিন, একটি ধারালো দা এবং একটি ধারালো ছুরি উদ্ধার করে।
মৌলভীবাজার মডেল থানা ওসি আলমগীর হোসেন বলেন, আটককৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। এ ঘটনায় থানার মামলা (যার নং-১৫) দায়ের করা হয়েছে। এবং পলাতক ডাকাত সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।