• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মক্তবে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল শিশুর

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটে ওসমানীনগর উপজেলায় আরবি পড়তে মসজিদে যাওয়ার সময় এসএ পরিবহনের কাভার্ডভ্যানচাপায় তাওহিদা বেগম (৫) নামের এক শিশু নিহত হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের চকআতাউল্যা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাওহিদা উপজেলার চকআতাউল্যা গ্রামের আবদুল মতিনের মেয়ে।

ওসমানীনগর থানার ওসি (তদন্ত) এসএম মাইন উদ্দিন বলেন, সকাল ৭টার দিকে আরবি পড়তে স্থানীয় মসজিদে যাচ্ছিল তাওহিদা। সড়ক পারাপার হতে গিয়ে সিলেটগামী এসএ পরিবহনের (ঢাকা মেট্রো-উ-১১-৩৭৮৬) কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাওহিদা মারা যায়।

হাইওয়ে পুলিশ কাভার্ডভ্যানটি আটক করেছে। নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ