করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

দক্ষিণ সুরমায় ছাত্রলীগের ঝাড়ু মিছিল

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণার পর এ কমিটিকে হাইব্রিড কমিটি ঘোষণা দিয়ে ঝাড়ু মিছিল করেছেন ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে সিলাম ইউনিয়নের চকেরবাজারে এ ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় ঝাড়ু মিছিলে অংশ নেয়া কর্মীরা বলেন, হাইব্রিড ও ছাত্রদল, ছাত্রশিবিরে দোসর ও অছাত্রদের দিয়ে কমিটি ঘোষণার মাধ্যমে ত্যাগী তৃণমূলের কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে।

তাই অবিলম্বে এ হাইব্রিড কমিটি বাতিল করে প্রকৃত ছাত্র ও তৃণমূলের কর্মীদের সমন্বয়ে কমিটি ঘোষণা করার দাবি জানান। একই সাথে উপজেলা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি ভঙ্গ করারও দাবি জানান।

এমনকি উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের ছাত্রত্ব নেই উল্লেখ্য করে তাদের তত্ত্বাবধানে আগামী দিনের ছাত্র রাজনীতি করবেন না বলে ঘোষণা করেন। এমনকি ইউনিয়ন ছাত্রলীগের এ কমিটি বাতিল না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এসময় ঝাড়ু মিছিলে অংশ নেন ঘোষিত এ কমিটতে স্থান পাওয়া কয়েকজনও। তাদের দাবি হাইব্রিড ও ছাত্রদল, ছাত্রশিবির এর দোসর ও বিগত সংসদ নির্বাচনে যারা নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের সাথে একই কমিটিতে থাকা সম্ভব না। তাই তারাও এ কমিটি বাতিলের দাবি জানান।

এর আগে শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত প্রায় ১ টার দিকে তোফায়েল আহমদ তুহিনকে সভাপতি ও আবদুল আজিজকে সাধারণ সম্পাদক করে দক্ষিণ সুরমা উপজেলার ৫ নং সিলাম ইউনিয়ন ছাত্রলীগের ৮১ সদস্য কমিটি ঘোষণা করেন দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি ছদরুল ইসলাম ও আতাউর রহমান সানি।

এ কমিটি ঘোষণার পর থেকেই তৃণমূলের কর্মীদের মধ্যে দেখা দেয় ক্ষোভ। চলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জুড়ে প্রতিবাদ। সব শেষ অনুষ্ঠিত হয় ঝাড়ু মিছিল।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ