করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে বিএনপির সমাবেশ শুরু

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেট রেজিস্টারি মাঠে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিভাগীয় সমাবেশে শুরু হয়েছে।

মঙ্গলবার বেলা আড়াইটায় এ সমাবেশ শুরু হয়।

সিলেট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবুল কাহের শামীমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরাও অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিফতাহ সিদ্দিকীর যৌথ পরিচালনায় সমাবেশের শুরুতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মোনাজাত পরিচালনা করেন ওলামাদল জেলা সভাপতি মাওলানা ফয়েজ আহমদ। এরপর স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন।

এদিকে সমাবেশে যোগ দিতে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে এসেছেন। এ কারণে লোকে লোকারণ্য হয়ে গেছে মাঠ। এদিকে সিলেটে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমীরসহ কেন্দ্রীয় নেতারা।

মঙ্গলবার দুপুরে একটি ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌছান কেন্দ্রীয় নেতারা। এসময় তাদেরকে স্বাগত জানান সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ