করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মেটারনিটি এন্ড ওল্ড এজ কেয়ার ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: সকল পেশার মানুষকে যার যার অবস্থান থেকে মানবিক হওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

তিনি বলেন, আমাদের সমাজে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বসবাস করেন। কারও আয় কম, কারও আয় বেশি কারও বা আয় অত্যধিক। তাই আসুন আমরা যে যার জায়গা থেকে মানবিক হই এবং সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াই। এমনটি করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা পাবে।

 

বুধবার বিকেলে হবিগঞ্জে মেটারনিটি এন্ড ওল্ড এজ কেয়ার ফাউন্ডেশনের উদ্যেগে লোকজনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে ২০০ অস্বচ্ছল মানুষের মাঝে মোট ২ লাখ টাকার ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেটারনিটি এন্ড ওল্ড এজ কেয়ার ফাউন্ডেশনের সভাপতি সানজানা শিরিন।

 

বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আজিজুর রহমান খান সজল, জঙ্গল বহুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা বেগম ও প্রকৌশলী ইসমাইল শিকদার।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ