রবিবার, ১১ মে ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ ডেস্ক: আগামী শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর শাপলা চত্বরেই মহাসমাবেশ করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান এ কথা বলেন। মহাসমাবেশ সফল করতে প্রশাসন ও দেশবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি।
জামায়াত প্রধান বলেন, ‘কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতাকর্মী ও আলেম-উলামার মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ২৮ অক্টোবর মতিঝিল শাপলা চত্বরে মহাসমাবেশ করবে জামায়াত।’
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী তার সাংবিধানিক অধিকার অনুযায়ী আগামী ২৮ অক্টোবর রাজধানীর শাপলা চত্বরে শান্তিপূর্ণ মহাসমাবেশ বাস্তবায়নে সহায়তা চেয়ে পুলিশ কমিশনারের নিকট লিখিতভাবে অবহিত করেছে। তবে এক পুলিশ কর্মকর্তা বলেছেন, জামায়াতকে সমাবেশ করতে দেয়া হবে না। পুলিশের দায়িত্ব হলো শান্তিপূর্ণ সভা-সমাবেশ বাস্তবায়নে সহযোগিতা করা, বাধা দেওয়া নয়। তার এই বক্তব্য অসাংবিধানিক, অগণতান্ত্রিক, এখতিয়ারবহির্ভূত ও বেআইনি। পুলিশ কর্মকর্তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’