করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে যুবলীগ নেতা জাকির কারাগারে

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জাকিরুল আলম জাকিরকে হত্যাচেষ্টা একটি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে মহানগর মুখ্য হাকিম আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এসএমপির মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার বিকালে নগরীর উপশহর এলাকার গার্ডেন টাওয়ারের সামনে থেকে তাকে আটক করে র‌্যাব-৯-এর একটি অভিযানিক দল। পরে রাতে জাকিরকে এসএমপির মোগলাবাজার থানায় হস্তান্তর করে র‌্যাব।

র‌্যাব-৯-এর এএসপি সত্যজিৎ কুমার ঘোষ জানান, এসএমপির শাহপরাণ থানার ২০১৭ সালের একটি হত্যা উদ্দেশে হামলার মামলায় জাকিরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে এসএমপির বিভিন্ন থানায় হত্যা উদ্দেশে হামলার আরও দুইটি, একটি বিস্ফোরক মামলা ও একটি মারামারি মামলা রয়েছে বলেও জানান এএসপি সত্যজিৎ।

এ ছাড়া মঙ্গলবার জাকিরের বিরুদ্ধে র‌্যাব পরিচয়ে হুমকি প্রদানের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম। সর্বশেষ কুচাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালামের কাছে পরাজিত হন নৌকা প্রতীকের প্রার্থী জাকির।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ