• Youtube
  • English Version
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:০১ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বানিয়াচংয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরে জমিতে সার দিতে গিয়ে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মজলিশপুর গ্রামের পার্শ্ববর্তী এক হাওরে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন নুর উদ্দিন (৪৫) এবং আব্দুল করিম (৫৫)।

বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দাস জানান, সকালে নুর উদ্দিন ও আব্দুল করিম হাওরে কৃষি কাজের জন্য যান। কাজ করার এক পর্যায়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে হঠাৎ করে বজ্রপাত শুরু হয়। এসময় তাদের উপর বজ্রাঘাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ জানান, বজ্রপাতে দুইজনের মৃতের সংবাদ আমরা পেয়েছি। নিয়ম অনুযায়ী প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগীতা প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ