নাসিরনগরে সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
সংবাদ প্রকাশের সময়:
বুধবার, ২৭ জুলাই, ২০২২
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়ের ৫২ তম জন্মদিন পালিত হয়েছে।
আজ বুধবার সকালে এ উপলক্ষে উপজেলা সেচ্ছাসেবক লীগের উদ্যোগে উপজেলা সদরে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয় । পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক নির্মল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি । উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ , সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত ) বাহার উদ্দিন চৌধুরী,সিনিয়র সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান জিতু মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা যুবলীগের আহবায়ক রায়হান আলী ভূইঁয়া প্রমূখ । সভার শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।