রবিবার, ১৮ মে ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: ওসমানীনগরে নিজ বসতঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ইমরান আহমদ শাওন (১৭) নামের এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছ।
সে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের পশ্চিম ব্রাহ্মনগ্রাম গ্রামের হিরন মিয়ার ছেলে ও গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ।
জানা যায়,সোমবার রাতের খাবার শেষে শাওন তার নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে যায়। মঙ্গলবার ভোরে তার মা ফজরের নামাজ পড়ার জন্য তাকে ডাকতে যান। কক্ষে গিয়ে দেখেন,ছেলে সিলিং ফ্যানের সাথে ঝুলে রয়েছে । বিষয়টি স্থানীয় পুলিশকে জানালে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে আসে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।