করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

দায়ের কোপে গরুর মৃত্যু, থানায় হত্যা মামলা

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ৩ জুন, ২০২২

করাঙ্গীনিউজ: সিলেটের কোম্পানীগঞ্জে দায়ের কোপে গরু মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার গরুর মালিক ফয়জুর রহমান এ মামলা করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, মামলায় ভোলাগঞ্জ গ্রামের হোসেন আহমদ নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। গত ৩০ মে নোয়াগাঁও গ্রামের ফয়জুর রহমান ঘাস খাওয়ানোর জন্য ভোলাগঞ্জ গ্রামের ফারুক মিয়ার বাড়ির পাশের মাঠে গরু বেঁধে রেখে আসেন।

এরপর ধানের চারা খাওয়ার অভিযোগ তুলে গরুটিকে কুপিয়ে আহত করেন ওই গ্রামের হোসেন আহমদ। ফয়জুর রহমান ঘটনাস্থলে গিয়ে দেখেন গরুর বাম পা কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় হোসেন আহমদকে আসামি করে মামলা করেন ফয়জুর রহমান।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ