করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে হকার্স মার্কেটে ভয়াবহ আগুন

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ২ মে, ২০২২

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেট নগরীর লালদীঘির হকার্স মার্কেটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার ভোর রাত সোয়া তিনটার দিকে মার্কেটে ভয়াবহ আগুনের সূত্রপাত হয় বলে মার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোর ৫টায় হকার্স মার্কেটে আগুন জ্বলছে।

ব্যবসায়ীদের আশঙ্কা আগুনে মার্কেটের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হবে।

আগুন লাগার তথ্য নিশ্চিত করে সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মামুন পারভেজ জানান, সিলেটের সবচেয়ে বড় এ মার্কেটে রাত ৩টা ১৮ মিনিটের দিকে আগুন লাগে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছুই জানতে পারিনি। পরে তা জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ