প্রেসবিজ্ঞপ্তি: বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার উদ্যেগে ক্রিন ব্রিজের মুখে (উত্তর পার) জমায়েত হয়ে এক বিক্ষোভ মিছিল কোর্ট পয়েন্ট হয়ে জিন্দাবাজার হয়ে পুনরায় কোর্ট পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
সোমবার রাত ১০ ঘটিকার সময় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সহ-সভাপতি আবুল কালাম আজাদ সরকার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছাদেক মিয়ার পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন : জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক শাহীন আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ; বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা হোটেল যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী পটু, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট শাহপরান থানা কমিটির সভাপতি খোকন অাহমদ, জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার অন্যতম নেতা শুভ অাজাদ শান্ত,স’মিল শ্রমিক সংঘ ফেডারেশন সহ সম্পাদক মোঃ রুহুল আমিন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ আনছার আলী, দপ্তর সম্পাদক বদরুল আজাদ, স’মিল শ্রমিক সংঘ সিলেট সদর উপজেলা ( চট্ট-২৮৭৪) কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিলন মিয়া সহ প্রমুখঃ
বক্তারা বলেন : সরকার ও সংশ্লিষ্ট দপ্তর সমূহের মালিক তোষননীতির কারণে শ্রমিকদেরকে রমজান মাসেও বেতন বোনাসের দাবিতে রাস্তায় নামতে হয়। উৎসব বোনাস শ্রমিকদের অধিকার। প্রতি বছর ঈদের অাগে শ্রমিকদের ন্যায্য বোনাস থেকে বঞ্চিত করতে বিভিন্ন টালবাহানা করা হয়। বর্তমান দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির বাজারে দেশের বেসরকারি, স্বায়ত্বশাসিত, ব্যাক্তিমালিকানাধিন খাতের শ্রমিক কর্মচারীরা যে মজুরি পায় তা দিয়ে মাসের ১০দিনও চলা কষ্টসাধ্য। পবিত্র রমজান মাসেও দ্রব্যমূল্যের বৃদ্ধি অব্যাহত রয়েছে। চাল, ডাল,তেল,চিনি,শাক সবজিসহ দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত জণগনের উপর সিলিন্ডার গ্যাস, ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধির পাশাপাশি বাড়িভাড়া, গাড়িভাড়া, বৃদ্ধির কারণে জনজীবন দিশেহারা। এরকম পরিস্থিতিতে পবিত্র ঈদুল ফিতর সমাগত। পবিত্র ঈদুল ফিতরে বাংলাদেশের শ্রম অাইন এর ধারা ২ (২ক) অনুযায়ী উৎসব বোনাস শ্রমিকদের আইনত ন্যায্য অধিকার।
দেশের উন্নয়ন, মাথাপিছু আয় বৃদ্ধির চিত্রের সঙ্গে শ্রমিকদের দৈনন্দিন জীবনমানের চিত্র সঙ্গতিপূর্ণ নয়। তাই শ্রমিকদের দৈনন্দিন জীবন মানের মান ধরে রাখতে জাতীয় নিম্নতম মজুরী ২০ হাজার টাকা ঘোষণা সহ সকল শ্রমজীবী মানুষদের জন্য রেশনিং ব্যাবস্থা চালু করতে হবে।
বক্তারা আরোও বলেন ; ২৫ রমজানের ভিতরে সকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার সহ গণতান্ত্রিক শ্রম আইনের দাবিতে অান্দোলন গড়ে তোলার আহবান জানান।