রবিবার, ১৮ মে ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: সিলেটে চার দফা দাবিতে আজ মঙ্গলবার সকাল থেকে সড়ক পরিবহণ শ্রমিকদের কর্মবিরতি শুরু হয়েছে।
এ কর্মসূচি সফলে সোমবার দুপুরে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় কর্মবিরতি পালনের জন্য সব পরিবহণ শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়।
দক্ষিণ সুরমা বাবনা পয়েন্ট কার্যালয়ে জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, কার্যকরী সভাপতি রনু মিয়া, সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, প্রচার সম্পাদক হারিছ আলী, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সদস্য সাহেদ আহমদ, আলাউদ্দিন আহমদ, শাহ রিপন প্রমুখ।
এছাড়া সভায় জেলার অন্তর্ভুক্ত ৬৯টি পরিবহণ শ্রমিক ইউনিয়ন উপ-কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শ্রমিকদের ঘোষিত চার দফার মধ্যে রয়েছে- সড়কে দুর্ঘটনাজনিত মামলায় ৩০৪ (খ) ধারায় চালককে জামিন দেওয়া, ড্রাইভিং লাইসেন্স নবায়নে ডোপ টেস্ট বাতিল, নতুন ও নবায়ন ড্রাইভিং লাইসেন্স দ্রুত সময়ে দেওয়া, একই সঙ্গে পুরাতন লাইসেন্স নবায়নের জন্য বন্ধ থাকা ফিঙ্গার নেওয়া পুনরায় চালু এবং সরকারি খাসজমিতে গাড়ি পার্কিংয়ের স্থান দেওয়া, রং পার্কিং ও রেকারিং মামলা বন্ধ করা।