করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটের সাবেক এমপি মকবুল হোসেন আর নেই

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ১৬ মার্চ, ২০২২

করাঙ্গীনিউজ:
সিলেট-৬ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ড. সৈয়দ মকবুল হোসেন লেছু মিয়া আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

বুধবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

রাত ১০টার দিকে ড. মকবুল হোসেনের ছেলে সৈয়দ তানভীর হোসেন তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাবাকে কোথায় দাফন করা হবে এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। ঢাকায় দাফন করা হতে পারে। তিনি তার বাবার বিদেহী আত্মার শান্তির জন্য দোয়া চেয়েছেন।

সৈয়দ মকবুল হোসেন ১৯৪৬ সালে সিলেটের গোলাপগঞ্জের পশ্চিম আমুড়া ইউনিয়নের সুন্দিসাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে বিএ এবং এমএ পাস করেন। পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

তিনি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বাংলাদেশের স্বাধীনতার পর সরকারি কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি টাঙ্গাইলের জেলা প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে উপসচিব পদ থেকে পদত্যাগ করে ব্যবসা শুরু করেন। তার জন্মস্থান সুন্দিসাইল গ্রামে প্রতিষ্ঠাতা করেন ড. সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় ও ডিগ্রি কলেজ। এছাড়া বহু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি।

সৈয়দ মকবুল হোসেন ১৯৮৬ ও ২০০১ সালে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিলেট-৬ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও ১৯৯১ সালের পর যোগ দেন বিএনপিতে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ