শনিবার, ১৭ মে ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের দুটি মোটর সাইকেলের সংঘর্ষে ফরিদ মিয়া (৩৫) নামে এক জন নিহত হয়েছেন।
তিনি উপজেলার তেলিয়াপাড়া গ্রামের ইউনুছ মিয়ার ছেলে।
মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যায় ফরিদ মিয়া মোটর সাইকেল যোগে সাতছড়ি থেকে তার বাড়ি তেলিয়াপাড়া আসার সময় পূর্ব তেলিয়াপাড়ার নামক স্থানে অপর মোটর সাইকেলের সঙ্গে সংঘর্ষ ঘটলে তিনি মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন ফরিদ মিয়াকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সন্ধ্যা ৭ টার দিকে তিনি মারা যান।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রাকিবুল হাসান এর সত্যতা নিশ্চিত করেন।