শনিবার, ১০ মে ২০২৫, ০২:১৬ অপরাহ্ন
আকতার হোসেন ভূইঁয়া,নাসিরনগর( ব্রাহ্মণবাড়িয়া): নাসিরনগর উপজেলা সম্মেলনকে সামনে রেখে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে আজ শনিবার সকালে ১৩টি ইউনিয়ন কমিটির ও ওর্য়াড কমিটির সভাপতি/সম্পাদকের উপস্থিতিতে এক বর্ধিত সভা উপজেলা যুবলীগ আহবায়ক মো: রায়হান আলী ভূইঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
স্হানীয় ডাকবাংলো মিলনায়তনে যুগ্ম আহবায়ক ভানু চন্দ্র দেবের পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলাম।
বর্ধিত সভায় প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম ফেরদৌস।
সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ, উপজেলা মহিলা লীগের নেত্রী ও নব-নির্বাচিত সদর ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস,উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক নির্মল চৌধুরী ও উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাছিরউদ্দিন রানা প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন যুবলীগ নেতা মহিদুজ্জামান টিটু। এসময় জেলা যুবলীগের নেতৃবৃন্দসহ উপজেলা আওয়ামী যুবলীগের তৃর্ণমূল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।