শনিবার, ১০ মে ২০২৫, ০২:১৬ অপরাহ্ন
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া): সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেছেন আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে। ইউনিয়ন পরিষদ-নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করতে হবে।
আজ বৃহস্পতিবার সকালে আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিশেষ কর্মী সভায় এ কথা বলেন। স্থানীয় ডাকবাংলো মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য, বিভিন্ন ইউনিয়ন সভাপতি ও সম্পাদকসহ দলীয় ইউপি চেয়ারম্যানদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা চেয়ারম্যান সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলার ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, তফসিল অনুযায়ি আগামী ১১ নভেম্বর নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নিবার্চন অনুষ্ঠিত হবে।