শনিবার, ১০ মে ২০২৫, ১০:২২ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: বৃহত্তর সিলেটের কৃতি সন্তান জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
শনিবার সন্ধ্যায় এক শোক বার্তা পাঠিয়েছেন প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী ও সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন।
শোক বার্তায় তারা বলেন, সাংবাদিকতায় হাসান শাহরিয়ারের অবদান এদেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে। তাঁর মৃত্যুতে আমরা একজন বিশিষ্ট সাংবাদিককে হারালাম। বিশেষ করে বৃহত্তর সিলেটের সাংবাদিক সমাজের এক অভিভাবককে হারালাম আমরা।