শনিবার, ১০ মে ২০২৫, ০২:২৪ অপরাহ্ন
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): হেফাজতের মোড়কে বিএনপি-জামাতের অপ-রাজনীতির মাধ্যমে দেশকে
অস্থিতিশীল করার পায়তারা এনিয়ে নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে ডাকবাংলো মিলনায়তনে
বিভিন্ন ইউনিয়ন সভাপতি ও সম্পাদকদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতিও উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে যুগ্ম-সাধারণ সম্পাদক ও ধরমন্ডল ইউপি চেয়ারম্যান বাহার উদ্দিন চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সমাজ
কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।
সভায় উপজেলা ও ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি
বলেছেন হেফাজতের মোড়কে বিএনপি-জামাতের অপ-রাজনীতির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে। স্বাধীনতা বিরোধী অপশক্তি যাতে করে মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে তাই দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে
সব অপতৎপরতা রুখতে হবে। কোনও ষড়যন্ত্রই যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে ব্যাহত করতে না পারে,সে ব্যাপারে দলীয় নেতাকর্মীদেরকে সর্তক থাকতে হবে। আপনাদের সকলকে সরকার দেশ ও জনগনের স্বার্থ রক্ষায় সর্বদা সচেষ্ট থাকতে হবে।