রবিবার, ১১ মে ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
ডা: জানে আলম সুজন: বিশ্ব রাজনীতিতে একটি দেশ আরেকটি দেশের সাথে সম্পর্ক স্হাপন করে সাধারণত ঐ দেশের সামরিক শক্তি, অর্থনৈতিক সক্ষমতা এবং সুশৃঙ্খল পররাষ্ট্র নীতির উপর ভিত্তি করে ।
বাংলাদেশ অর্থনৈতিকভাবে দৌড়ের ঘোড়া সেটা বলার অপেক্ষা রাখে না তবে সামরিক সক্ষমতায় দক্ষিন এশিয়ায় বেশ পিছিয়ে আর আন্তর্জাতিক কূটনীতিতে যে নড়বড়ে অবস্হান সেটা সবার কাছেই জলের মতো স্বচ্ছ। আমার মতো আরো সকল আম-আদমিরা কখনো বুঝে উঠতে পারে নাই এই দেশের সরকারী সকল ধরনের সর্বোচ্চ সুবিধা নেয়া কূটনীতিক কর্তা ব্যাক্তিরা বিশ্বের বিভিন্ন দেশে অবস্হিত বাংলাদেশ এম্বাসীতে বসে প্রতিদিন কার মাথায় কয়টা উকুন সেটা হয়তো সেই কর্তা ব্যাক্তিরাই ভালো বলতে পারবেন।
সম্প্রতি আলজাজিরার All the prime minister’s men শিরোনামে একটা ইনভেস্টিগেশন টাইপ নিউজ খুব তোলপাড় তুলেছে ।পুরো নিউজটায় আল জাজিরা সত্যের সাথে মিথ্যাও মিশিয়েছে সেটা বলতেই হবে।রিপোর্টটাকে নাটক বানিয়ে ফেলায় অনেকাংশেই বিশ্বাসযাগ্যতা হারিয়েছে। তবে কয়েকদিন পরেই শক্তিশালী ইকোনোমিস্ট ও অনেকটা একই ধরনের নিউজ করেছে। সত্যি বলতে যে কোন ইন্টারন্যাশনাল মিডিয়া বিবিসি, সিএনএন, আল জাজিরা, ইকোনমিস্ট,কিংবা টাইমস বলেন তাদের এডিটর কিংবা জার্নালিস্ট যারাই দক্ষিন এশিয়া কাভার করে তাদের বেশীরভাগই বাংলাদেশ সম্পর্কে খুব একটা সচেতনভাবে জানে না।তারা জানার প্রয়োজন ও বোধ করে না। এমনকি তাদের এই না জানার, অথবা ইচ্ছাকৃত ভুলগুলো ভাঙানোর জন্য আমাদের রাষ্ট্রেরও কেউ নেই, আফসোস!!
আমরা যতই লাফালাফি করি দেশ ও দেশের বাহিরে সব উজির- নাজির মাইরা ফেলসি সেগুলো যে ফাঁকা বুলি ছাড়া যে আর কিছুই নয় সেটা দেশ হতে দুই পা বাহিরে ফেললে সহজেই ধরা পড়ে।
আপনি আমি যারা অজ্ঞতায় ডুবে এই নিউজটিকে উপেক্ষা করছি কিংবা সোশ্যাল মিডিয়ায় We are/ I am the prime minister’s men বলে ছবির ফ্রেম দিচ্ছি তারা যে রাজনীতির বারান্দা ও বুঝি না সেটা নিশ্চিত করে বলা যায়। আপনার আমার কোন ধারনাাই নাই যে, এই রকম যদি আরো কয়েকটি সত্য-মিথ্যা মিশ্রিত নেগেটিভ নিউজ ইন্টারন্যাশনাল মিডিয়ায় আসে তাহলে বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজ কতটুকু তলানিতে নেমে যেতে পারে,সাথে কি কি সুযোগ বাংলাদেশের হাত ছাড়া হতে পারে। সত্যি বলতে, আমাদের ধারনা থেকে লাভই বা কি, যাদের থাকার কথা তারা তো নাকে খাটি গাওয়া ঘি লাগিয়ে দিনের বেলাই ঘুমাচ্ছে ।।