করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচন ১২ ডিসেম্বর

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ কে এম সমিউল আলমকে প্রধান কমিশনার এবং সুশাসনের জন্য নাগরিক-সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী ও সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি ভবতোষ রায় বর্ম্মনকে কমিশনার হিসেবে মনোনীত করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

বুধবার (০৪ নভেম্বর) দুপুরে ক্লাব কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভায় এ কমিশন গঠন করা হয়।

ক্লাব সভাপতি তাপস দাশ পুরকায়স্থের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আগামী ১২ ডিসেম্বর ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।

এছাড়া আগামী ১০ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও ২১ নভেম্বর নির্বাচনের তফশিল ঘোষনার সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ