রবিবার, ১১ মে ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি: বেসরকারি টেলিভিশন চ্যাণেল আরটিভির সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার ও স্থানীয় দৈনিক আজকের সুনামগঞ্জের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরী আর নেই।
বুধবার (২২ জুলাই) সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালে তিনি হার্ট অ্যাটাকে মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবারও পেশাগত দায়িত্ব পালন করেছেন আবেদ। রাতে সুস্থ অবস্থায়ই ঘুমাতে যান। সকালে আচমকা তার হার্ট অ্যাটাক হয়। সাথেসাথে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি দুই মেয়ে স্ত্রী ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর আরপিন নগর ঈদ গাহে জানাজার নামাজ শেষে ঈদগাহের পাশের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। আবেদ চৌধুরী সুনামগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
তার মৃত্যুতে সুনামগঞ্জের সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।