রবিবার, ১৮ মে ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে জাম গাছ থেকে পরে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম হিরন মিয়া (২৭)।
শুক্রবার দুপুরে সদর ইউনিয়নের লালবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে।
সে ওই এলাকার মৃত কাসুম আলীর ছেলে।
প্রতিবেশী সুলতান মাহমুদ জানান, হিরন সকালে বাড়ীর পাশের বাইতুল নূর জামে মসজিদের জাম গাছে উঠে জাম পারছিল।
হঠাৎ গাছের একটি ডাল ভেঙ্গে প্রথমে মসজিদের ছাদে ধাক্কা খেয়ে পাশের দেয়ালে পরে তার গলায় রড ডুকে যায়। চিকিৎসার জন্য সিলেট নেয়ার পথে তার মুত্যৃ হয়।