• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:১৪ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সুনামগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসীদের হামলা

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ১৮ জুলাই, ২০১৮

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জে লিপসন আহমদ (২২) নামের এক সাংবাদিক সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন।

 

মঙ্গলবার (১৭ জুলাই) দিনগত রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় জামে মসজিদ ও পৌরসভার পাশের এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

 

লিপসন আহমদ স্থানীয় দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।

 

লিপসন আহমদের বড় ভাই ফয়সল আহমদ জানান, রাতে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় কয়েকজন যুবক লিপসনকে পথ আগলে পার্শ্ববর্তী রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে নিয়ে যায়।

 

সেখানে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গা আঘাত করে। মারধরের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে সন্ত্রাসীরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে পথচারীরা লিপসনকে উদ্ধার সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

 

সেখানে লিপসনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

তিনি জানান, লিপসনের শারীরিক অবস্থার খারাপ থাকায় কারা তার ওপর হামলা করেছে তা জানাতে পারেনি।

 

সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদউল্লাহ জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে এ হামলার ঘটনার তীব্র নিন্দা ও ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটি ও ইয়াং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সুনামগঞ্জসহ স্থানীয় সাংবাদিকরা।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ