করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বর্তমান সাংবাদিকতা

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ৪ মার্চ, ২০২০

রাজীব দেব রায় রাজু: আমাদের দেশের আনাচে, কানাচে অনলাইন নিউজ পোর্টাল ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে। প্রিন্ট পত্রিকাও বাড়ছে কিন্ত সংখ্যায় কম। অনলাইন নিউজ পোর্টাল বাড়ছে তা অবশ্যয় ভাল লাগার মত খবর। কারন ইন্টার নেটের যুগে পাঠকরাও দ্রুত সংবাদ আশা করেন। যত বেশি অনলাইন নিউজ পোর্টাল বাড়বে পাবলিক তত বেশি সংবাদ জানতে পারবে। সাংবাদিকদের মধ্যে বাড়বে প্রতিযোগীতা|

বড় শহর গুলোতে সাংবাদিকদের মধ্যে সংবাদের প্রতিযোগীতা হয়। কিন্তু মফস্বলে সেটা খুব কম । সংবাদে থাকে না ভিন্নতা। কাট,কপি ,পেষ্ট এ্ নিয়ে চলছে। পোর্টাল গুলোর সম্পাদক, বার্তা সম্পাদকগন যাচাই , বাচাই করে তাদের সংবাদকমী নিয়োগ করা উচিত। কারন কপি, পেষ্ট নিউজ করে হয়ত আপনার নিয়োগপ্রাপ্ত সংবাদকমী আপনাকে সংবাদ পাঠিয়ে দায় সাড়ছেন কিন্তু গুনগত সংবাদ তৈরি হচ্ছে কি ? অপরদিকে কাট, কপি ,পেষ্ট নিউজ আপনার পোর্টালে প্রকাশিত হওয়ায় আপনাদের পত্রিকার মান নিয়ে পাঠক মহলে প্রশ্ন দেখা দিচ্ছে।

আমাদের দেশে কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল তাদের প্রতিনিধিদের সম্মানি ভাতা দিয়ে থাকেন । অধিকাংশ পোর্টাল তাদের প্রতিনিধিদের কোন বেতন, ভাতা , সম্মানি দেন না। প্রতিনিধি দের ধরিয়ে দেন একটা পরিচয়পত্র। এই পরিচয়পত্র নিয়ে অনেকে নেমে পড়েন অপরাধ কমকান্ডে। এ রকম অসংখ্য নজির রয়েছে যে অনেক নামধারি সাংবাদিক ইয়াবা, ফেন্সিডিল চালান নিয়ে আইন শৃঙ্গলা বাহিনীর হাতে ধরা পড়েছে। আবার অনেকের বিভিন্ন মামলার আসামী। আবার অনেকের নেই নিজস্ব আয়ের ব্যবস্থা। শুধু মাত্র সাংবাদিক পরিচয় দিয়ে দালালি, বাটপারি করে তাদের সংসার চলে।

আমার জানা মতে বাংলাদেশে যে কয়েকটি অনলাইন পোর্টাল তাদের প্রতিনিধিদের বেতন বা সম্মানি দিয়ে থাকেন তাদের মধ্যে উল্লেখযোগ্য banglanews24.com, bdnews24.com. jagonews24.com, barta24. dhakatimes24.com. পূর্বপশ্চিমবিডি.কম, Bangladesh Journal, Risingbd, BD24Live.  তবে আরো বেশ কিছু অনলাইন পোর্টাল আছে সব এই মুহুর্তে মনে পড়ছে না। আবার প্রতিযোগীতার বাজারে টিকে থাকতে প্রিন্ট পত্রিকা গুলো অনলনাইন ভারসন চালু করেছে। বড় হাউজ গুলো তাদের নিজেদের জানান দিতে চমকপ্রদ নিউজ করেন।

পাঠকদের চাহিদা অনুযায়ী সংবাদ পরিবেশন করেন। সংবাদে ভিন্নতা থাকে। আবার অনেক পোর্টাল শুধু কারেন্ট ( চলমান ) নিউজের উপর নির্ভরশীল।

আজকাল দেখি বেশির ভাগ তরুন সংবাদকমী শুধু কারেন্ট নিউজ( চলমান ঘটনা) উপর নির্ভরশীল। বিশেষ করে মফস্বলে । অনুসন্ধানী নিউজ, ফিচার নিউজ, অর্থনৈতিক রিপোর্ট, সংস্কৃতি, ক্রীড়া, এই সব নিউজে নাই।

আবার কিছু কিছু নিউজ পোর্টাল এমন নিউজ দেখা যায় যা 2-3 ঘন্টা আগে অন্য নিউজ পোর্টালে পাবলিক পড়ে নিয়েছে। অথচ তারা 2-4 ঘন্টাপর একই শিরোনামে নিউজ ( সংবাদ) আপলোড করে দিচ্ছে। যাতে করে এই সব নিউজ পোর্টালের মান নিয়ে পাঠক মহলে প্রশ্ন দেখা দিচেছ। পাঠক বুজতে পারছে না কে কার থেকে কপি করছে।

তাই আমি বিনীত ভাবে সকল নিউজ পোর্টাল এর সম্পাদকগন কে অনুরোধ করব নিউজ আপলোড করার আগে দেখে শুনে আপলোড করেন। আপনাদের প্রতিনিধি ‘দের নির্দেশ দেন কপি ,পেষ্ট ,নিউজ বন্ধ করতে।  সৃজনশীল সংবাদ তৈরী করতে।

 

লেখক: সংবাদকর্মী 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ