শনিবার, ১০ মে ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শনিবার সিলেটের বিশ্বনাথ উপজেলার ৬টি ইউনিয়নে শাস্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের লড়াইয়ে আওয়ামী লীগ, বিএনপি ও বিদ্রোহীদের মধ্যে সমানে সমান বিজয়ী হন। আওয়ামী লীগ সমর্থিত দু’জন, বিএনপি সমর্থিত দু’জন, আওয়ামী লীগ বিদ্রোহী একজন ও বিএনপির বিদ্রোহী একজন প্রার্থী বিজয় অর্জন করেন।
এবারের নির্বাচনে কবির হোসেন ধলা মিয়া নামের বিএনপি সমর্থিত একজন প্রার্থী হ্যাট্রিক করেছেন। এ নিয়ে তিনি লামাকাজি ইউনিয়নে টানা তিনবার নির্বাচীত হন। ৭ মে অনুষ্ঠিত হওয়া ওই নির্বাচনে ধলা মিয়া ধানের শীষ প্রতীকে ৬ হাজার ২৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী শাহানুর হোসেন ৪ হাজার ৯৩২ ভোট পেয়ে পরাজিত হন।
বাকি ৫টি ইউনিয়নের নতুন অভিভাবক হয়েছেন- খাজাঞ্চি ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী তালুকদার গিয়াস উদ্দিন নামের এক তরুণ। অলংবাসী ইউনিয়নে বিজয় ছিনিয়ে নেন বিএনপির বিদ্রোহী প্রার্থী নাজমুল ইসলাম রুহেল।
রামপাশা ইউনিয়নে নির্বাচনী লড়াইয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আপন মামাকে হারিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ভাগ্নে অ্যাডভোকেট আলমগীর হোসেন। দৌলতপুর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আমির আলী বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থী আরব খান ভোট পেয়েছেন ৪ হাজার ৩২১টি।
বিশ্বনাথ সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছয়ফুল হক বিজয়ী হয়েছেন।