• Youtube
  • English Version
  • বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে ৪ দিনব্যাপী বইমেলা উদ্বোধন

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিনিধি: ১০ হাজার বই নিয়ে হবিগঞ্জে ভ্রাম্যমান বই মেলার আয়োজন করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র।

বুধবার(২৯ জানুয়ারী) বিকেলে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্র’র আয়োজনে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

এসময় জেলা প্রশাসক বলেন- বিশ্ব সাহিত্য কেন্দ্রের এ ভ্রাম্যমান বই মেলার আয়োজন নতুন প্রজন্মের কাছে বই পড়ায় উৎসাহের সৃষ্টি করবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. মোতাচ্ছিরুল ইসলাম।

ভ্রাম্যমান বইমেলা সিনিয়র ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, ‘বিশ্ব সাহিত্য কেন্দ্র বই পড়াকে উৎসাহিত করতে ২০১৭ সাল হতে দেশের প্রতিটি জেলায় ভ্রাম্যমান বইমেলার আয়োজন করে আসছে।’ রবিবার পর্যন্ত চলবে এ ভ্রাম্যমান বইমেলা।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ