করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক রেনু

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেট প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক পদে আব্দুর রশিদ রেনু নির্বাচিত হয়েছেন।

শনিবার বিকেলে প্রেসক্লাব ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে ইকবাল সিদ্দিকী ৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী সমরেন্দ্র বিশ্বাস পান ২৪ ভোট। আর সাধারণ সম্পাদক পদে আব্দুর রশিদ রেনু ৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ইকবাল মাহমুদ পান ৫৫ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে আব্দুল হান্নান (৬৪) ও কাদের তাপাদার (৫৬), সহ-সাধারণ সম্পাদক পদে আহমাদ সেলিম (৬৯), কোষাধ্যক্ষ পদে কাউসার চৌধুরী (৪৬), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে মারুফ আহমদ (৭৫), পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে কবির আহমদ (৫৭) এবং সদস্য পদে আশকার ইবনে আমিন লস্কর রাব্বি (৭৫), এম আহমদ আলী (৬৩) ও আব্দুর রাজ্জাক (৪৭) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

শনিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এমাদউল্লাহ শহীদুল ইসলাম শাহীন এ ফলাফল ঘোষণা করেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ