মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকে পড়া একটি অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
শনিবার (১৭ মে) ভোর বেলা শ্রীমঙ্গল হাইল হাওর এলাকায় স্থানীয় মস্যজীবি শিপু মিয়া তার পাতানো রিং জাল থেকে মাছ সংগ্রহ করতে গেলে দেখতে পান অজগর সাপ জালে আটকে আছে। পরে তিনি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সমর দেব গিয়ে সাপটিকে জাল থেকে মুক্ত করেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, জালে আটকে পড়া সাপটিকে না মেরে উদ্ধারের জন্য খবর দেওয়ায় মৎস্য শিকারি শিপু মিয়াকে ধন্যবাদ জানান। পরে সাপটিকে শ্রীমঙ্গলস্থ বনবিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।