শনিবার, ১০ মে ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন
মীর সজল, দক্ষিণ কোরিয়া থেকে : ২২ মার্চ শনিবার সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া কর্তৃক ইফতার মাহফিল আনসানস্থ শিওয়া জংওয়াং মসজিদ এন্ড ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়ার ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান বশির এর সভাপতিত্বে এবং হাফিজ শামীম আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা করেন আনসান মসজিদের (সাবেক ইমাম ও খতীব) মুমতাজুল হক।
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- উপদেষ্টা মতিউর রহমান, উপদেষ্টা আবু ফাহেদ সজল, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর মিয়া ।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইসোর সাধারণ সম্পাদক মাহফুজ মাহমুদ ফয়সাল, জংওয়াংদোং মসজিদের সভাপতি জনাব মোঃ রিফাত হোসেন, দক্ষিণ কোরিয়ার পরিচিত মুখ ইঞ্জিনিয়ার মনির হোসেন, দেশপ্রিয় পত্রিকার সম্পাদক ফারুক হোসেনসহ বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ।
বক্তারা সিলেট কমিউনিটি’র কার্যকরী পরিষদের সকলের সহযোগিতায় গুরুত্বপূর্ণ সামাজিক কার্যক্রমের পাশাপাশি, পবিত্র মাহে রমাদানে ইফতারও দোয়ার মাহফিলের এই মহৎ উদ্যোগ অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।
পরিশেষে, ইফতার এর পূর্ব মুহূর্তে প্রধান অতিথি মমতাজুল হক সকলকে নিয়ে দেশের কল্যাণ ও বিদেশে বসবাসরত সকল প্রবাসীসহ ফিলিস্তিনের নিপীড়িত, নির্যাতিত মুসলিম ভাই বোনদের মুক্তির জন্য এবং আমাদের সকলের ইফতারও রোজা আল্লাহ যেন কবুল করেন, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে মোনাজাত করেন।