শনিবার, ১০ মে ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সভাপতি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির সহ-সভাপতি প্রবীণ শ্রমিকনেতা সুরুজ আলী’র ১ম মৃত্যুবার্ষিকী আগামীকাল ২০ মার্চ।
মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল সকাল ৭টায় হযরত শাহপরানস্থ সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সহ শরীক সংগঠনের নেতৃবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ সরকার এবং সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া সংবাদ মাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে সকল শরীক সংগঠনের নেতা-কর্মীদের কর্মসূচী সফল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আহবান জানান।
উল্লেখ্য যে, সাদামাটা জীবন-যাপন ও সহজ সরল ব্যবহারের কারণে শ্রমিকনেতা সুরুজ আলী সহজেই শ্রমিকদের সাথে মিশতে পারতেন। আমৃত্যু তিনি সিলেটসহ সারাদেশের হোটেল, চা-রাবার, ভূমিহীন, স’মিল শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের সংগ্রামে নেতৃত্ব প্রদান করেন। বিশেষত ১লা মে হোটেল শ্রমিকদের খানা-দানা বেতন সহ মে দিবসের আন্দোলন সংগ্রামে তার উল্লেখ্যযোগ্য ভূমিকা ছিল।
সিলেট সহ জাতীয় বিভিন্ন আন্দোলন সংগ্রামে উল্লেখ্যযোগ্য নেতৃত্বস্থানীয় ভূমিকা ছিল তাঁর। সিলেটের চা-রাবার শ্রমিকদের আন্দোলন, ভূমিহীনদের আন্দোলন, টিপাইমুখ বাঁধ আন্দোলন যার মধ্যে অন্যতম।