রবিবার, ১৮ মে ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মৎস্য ঘেরের ফাঁদে ধরা পড়া একটি বিপন্ন মেছো বিড়াল তিনদিন খাঁচায় বন্দি থাকার পর উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার প্রথম রেখ মহল্লায় লিলু মিয়ার বাড়ি থেকে প্রাণীটি উদ্ধার করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তর।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, মেছো বিড়ালটি মুখে আঘাত পেয়েছে। তিনদিন ধরে খাবার না দেওয়ায় প্রাণীটি অসুস্থ হয়ে পড়েছে। মেছো বিড়ালটি উদ্ধার করে প্রথমেই খাবার দেওয়া হয়েছে। আপতত তাদের কার্যালয়ে রাখা হয়েছে। চিকিৎসা দেওয়ার পর তাকে উপযুক্ত জায়গা নির্বাচন করে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে।
বানিয়াচং উপজেলার দুই চিকিৎসক মঈনুল হাসান শাকিল ও মুবিন ঠাকুর বিপন্ন এ প্রাণীটি উদ্ধারে বনবিভাগকে সহযোগিতা করেছেন বলেও তিনি জানিয়েছেন।
এর আগে গত শুক্রবার প্রথম রেখ মহল্লার লিলু মিয়া তার মৎস্য ঘেরে ফাঁদ পেতে এ মেছো বিড়ালটি ধরে খাঁচায় বন্দি করে রাখেন।