করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

জাপাকে ২৬টি আসন ছেড়ে দিল আ’লীগ

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

করাঙ্গীনিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ২৬টি এবং ১৪ দলীয় জোটের শরিকদের আনুষ্ঠানিকভাবে ৬টি আসন ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে আওয়ামী লীগ।

রবিবার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন ভবনে দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য জানান। জোটের প্রতীক বরাদ্দ নিয়ে অবহিত করতে নির্বাচন কমিশনে যান তিনি। এ দলীয় প্রার্থী প্রত্যাহার প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেন তিনি।

গেল ২৬ নভেম্বর ২৯৮ আসনে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। সেদিন নারায়ণগঞ্জ-৫ ও কুষ্টিয়া-২ আসনে দলটি কোনো প্রার্থী দেয়নি। এই দুই আসনে বর্তমান সংসদ সদস্য যথাক্রমে জাতীয় পার্টির সেলিম ওসমান এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

চিঠিতে আওয়ামী লীগের ছেড়ে দেওয়া আসনের মধ্যে ঢাকা-১৮ আসনে দলীয় প্রার্থী প্রত্যাহারের কথা জানানো হয়েছে। যেখানে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী শরিফা কাদেরের নাম রয়েছে। তা ছাড়া ঢাকার আর কোনো আসনই ছাড় দেয়নি আওয়ামী লীগ।

আওয়ামী লীগের ছেড়ে দেওয়া আসনগুলোতে জাপার প্রার্থীরা হলেন-

ঠাকুরগাঁও-৩ হাফিজ উদ্দিন আহমেদ, নীলফামারী-৩ রানা মোহাম্মদ সোহেল, নীলফামারী-৪ আহসান আদেলুর রহমান, রংপুর-১ হোসেন মুকুল শাহরিয়ার, রংপুর-৩ জিএম কাদের, কুড়িগ্রাম-১ একেএম মুস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-২ পনির উদ্দিন আহমেদ, গাইবান্ধা-১ শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধা-২ আব্দুর রশিদ সরকার, বগুড়া-২ শরিফুল ইসলাম জিন্না, বগুড়া-৩ মো. নুরুল ইসলাম তালুকদার, সাতক্ষীরা-২ মো. আশরাফুজ্জামান, পটুয়াখালী-১ এবিএম রুহুল আমিন হাওলাদার, বরিশাল-৩ গুলাম কিবরিয়া টিপু, পিরোজপুর-৩ মুশরেকুল আজম রবি, ময়মনসিংহ-৫ সালাহউদ্দিন আহমেদ, ময়মনসিংহ-৮ ফখরুল ইমাম, কিশোরগঞ্জ-৩ মুজিবুল হক চুন্নু, মানিকগঞ্জ-১ জহুরুল আলম রুবেল, হবিগঞ্জ-১ মো. আব্দুল মনিন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আব্দুল হামিদ, ফেনী-৩ মাসুদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-৫ আনিসুল ইসলাম মাহমুদ ও চট্টগ্রাম-৮ মো. সোলাইমান আলম শেঠ।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ