করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কেন্দ্রীয় আ’লীগের উপকমিটিতে ব্যারিস্টার ইফাত জামিল

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

এম,এ আহমদ আজাদ, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোঃ ইফাত জামিল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক উপকমিটির সদস্য মনোনিত হয়েছেন।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গতকাল এ কমিটি অনুমোদন করেন সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

উপকমিটিতে দেশের জেষ্ঠ্য আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন চেয়ারম্যান এবং কাজী নাজিবুল্লাহ হিরুকে সদস্য সচিব মনোনিত করা হয়।

হবিগঞ্জ থেকে এ কমিটির সদস্য মনোনিত হওয়া ব্যারিস্টার মোঃ ইফাত জামিল দেশের খ্যাতনামা রাজনীতিবীদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও টানা তিনবারের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর একমাত্র পুত্র সন্তান।

তিনি ২০২১ সালে ইংল্যান্ডের ওয়েস্ট মিনিস্টার ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সঙ্গে আইন বিষয়ে ¯œাতকোত্তর সম্পন্ন করেন। পরে ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড (ইউডাব্লিউই ব্রিস্টল) থেকে বার অ্যাট ল’ সম্পন্ন করে ব্যারিস্টারী সনদ গ্রহণ করেছেন।

ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তাঁর ফলাফল ছিল ঈর্ষণীয়।

বিনয়ী স্বভাবসুলভ ইফাত জামিলের শিক্ষাজীবন শুরু হয় তাঁর জন্মস্থান হবিগঞ্জ থেকে। মাধ্যমিক পাস করার পর থেকেই তিনি বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ