করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে লোকালয় থেকে আবারও উদ্ধার বিরল শঙ্খিনী

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সপ্তাহের ব্যবধানে লোকালয় থেকে উদ্ধার করা হয়েছে বিরল প্রজাতির বিষধর একটি শঙ্খিনী সাপ।
গত এক সপ্তাহের ব্যবধানে লোকালয় থেকে ২টি বিরল প্রজাতির শঙ্খিনী ও ১টি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়।
সোমবার রাতে শ্রীমঙ্গল শহরতলীর রামনগর মণিপুরী পাড়া একটি বাসা থেকে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও বন বিভাগ কর্মীরা শঙিাভনী সাপটিকে উদ্ধার করেন। পরে সাপখেকো বিরল এ সাপটিকে বন বিভাগে হস্তান্তর করা হয়। এ নিয়ে গত এক সপ্তাহে শ্রীমঙ্গলের লোকালয় এলাকা থেকে দুটি বিরল প্রজাতির শঙ্খিনী ও একটি অজগর সাপ উদ্ধার করা হয়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, রাতে মণিপুরি পাড়ায় একটি বাড়িতে সাপটি ঢুকে পড়ে। বাসার লোকজন আতঙ্কিত হয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। তাৎক্ষনিক গিয়ে ওই বাসা খেকে সাপটিকে অক্ষত অবস্খায় উদ্ধার করি। পরে বন বিভাগ কতৃপক্ষের কাছে সাপটি হস্তান্তর করি। সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
তিনি আরও বলেন, বনে প্রাণীদের খাবারের তীব্র সংকঠ দেখা দেওয়ায় বিভিন্ন সময় বিরল প্রাণীসহ অন্যান্য প্রাণীরা খাবারের সন্ধ্যানে বন ছেড়ে লোকালয়ে ছুটে আসছে। অনেক সময় বন থেকে বেরিয়ে আসা এসব প্রাণী গাড়ির নিচে চাপা পড়ে এবং অসচেতন মানুষের কবলে পড়ে মারা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ