রবিবার, ১১ মে ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটে ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধের জেরে সংঘর্ষের সময় এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষকালে ছাত্রলীগের দু’জন কর্মী ছুরিকাহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
বুধবার (৩১ জুলাই) রাত পৌনে ৮টার দিকে নগরীর আখালিয়া এলাকায় সংঘর্ষকালে গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
এতে আখালিয়াসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। গুলিবিদ্ধ রাকিব আহমদসহ আহত তিনজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন জানান, আধিপত্য বা এমন কিছু নিয়ে ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আখালিয়ার বিজিবি স্কুল এন্ড কলেজের সামনে মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুজেল তালুকদার ও প্রতিপক্ষ রাজনের গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
একপর্যায়ে সুজেল গ্রুপের জুনেদ ও রাজন গ্রুপের মারুফ ছুরিকাহত হয়। উদ্ভুত পরিস্থিতিতে দুইপক্ষ গুলিবিনিময় শুরু করলে পথচারী রাকিব আহমদের পায়ে গুলি লাগে। রাকিব, জুনেদ ও মারুফ ছাড়াও উভয় পক্ষে আরও কয়েকজন আহত হয়েছে।
এদের মধ্যে মারুফের অবস্থা গুরুতর বলে ওসমানী হাসপাতালের চিকিৎসকের বরাতে সমকালকে জানিয়েছেন ওসি অকিল উদ্দিন।