করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেট-৬ অাসনে লড়তে বিএনপির মনোনয়নপত্র কিনেছেন চিত্রনায়ক হেলাল খান

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ১২ নভেম্বর, ২০১৮

নিজস্ব প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সিলেট-৬ আসনে লড়তে মনোনয়নপত্র কিনেছেন চিত্রনায়ক হেলাল খান।

সোমবার (১২ নভেম্বর) দুপুরে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এর আগে বেলা ১১টার মিনিটকয়েক আগে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। প্রথমেই কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য তিনটি (ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসন) মনোনয়নপত্র কেনা হয়। এরপর মনোনয়নপত্র (ঠাকুরগাঁও-১) সংগ্রহ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারপর বিভিন্ন নির্বাচনী এলাকার মনোনয়নপ্রত্যাশীরা মনোনয়নপত্র কিনতে শুরু করেন দলীয় কার্যালয় থেকে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ