শনিবার, ১৭ মে ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জঃ সড়ক দুর্ঘটনায় অাহত হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা রফিকের খোঁজখবর নিতে উনার শয্যা পাশে উপস্থিত হয়েছিলেন হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
সোমবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে দেখতে যান নেতৃবৃন্দ।
অাহত সাংবাদিক গোলাম মোস্তফা রফিককে দেখতে হাসপাতালে উপস্থিত হয়েছিলেন হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন, সহ সসভাপতি ডাঃ এম এ জলিল, সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, যুগ্ন সাধারন সম্পাদক অানোয়ার হোসেন সজল, পাঠাগার ও দপ্তর সম্পাদক শাহ মামুনুর রহমান, প্রচার সম্পাদক নুর উদ্দিন সুমন প্রমূখ।
প্রসঙ্গত, অাজ সকালে মোটর সাইকেল যোগে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ অাসার পথে তিনি সড়ক দুর্ঘটনায় অাহত হন।