শনিবার, ১০ মে ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জঃ গ্রেনেড হামলায় তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া আদালতের রায়ের প্রতিবাদে সুনামগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দল মিছিল বের করলে বাধা দেয় পুলিশ।
সোমবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে কেন্দ্র্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মিছিলটি বের করা হয়।
নেতাকর্মীরা মিছিল নিয়ে কিছুদূর অগ্রসর হলে কামারখালি এলাকায় পুলিশ বাধা দেয়। বাধা পেয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান, সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন।
মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, সহ-সভাপতি আনসার উদ্দিন, জেলা কৃষক দলের সভাপতি আ.ত.ম মিসবাহ প্রমুখ।