শনিবার, ১০ মে ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ দৈনিক যুগান্তর পত্রিকার সিলেটের ওসমানীনগর উপজেলা প্রতিনিধি ও ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জুবেল আহমদ সেকেলের পিতা আমেরিকা প্রবাসী আরিজ উল্যা আর নেই ।
শনিবার (১৪ জুলাই) নিউইয়র্ক সময় ভোর ৫:৪৫ মিনিটের সময় (বাংলাদেশ সময় বিকেল পৌনে ৩টা) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ব্রেইনস্ট্রোকজনিত কারণে শয্যাশায়ী ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে ২ ছেলে, ৩ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আরিজ উল্যার গ্রামের বাড়ি ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের দাশপাড়া গ্রামে।
উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে করাঙ্গীনিউজ পরিবার।
করাঙ্গীনিউজ সম্পাদক দৈনিক যুগান্তরেে বাহুবল প্রতিনিধি বাহুবল প্রেসক্লাবের সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম এক বার্তায় মরহুমের অাত্নার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
এ ছাড়াও মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল লেইছ, প্রবাসী সাংবাদিক জুবায়ের আহমদ।
এছাড়াও শোক প্রকাশ করেছেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ওসমানীনগর উপজেলা শাখা, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব, সিলেট মোটর সাইকেল ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।