শনিবার, ১০ মে ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: সিলেট সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থিতা প্রত্যাহার করতে অনুরোধ জানিয়েছেন বিএনপির নেতৃত্বধীন ২০ দলীয় জোট।
শনিবার (১৪ জুলাই) বিকালে গুলশানের বিএনপির চেয়ারপারনের কার্যালয়ে অনুষ্ঠিত জোটের বৈঠকে শরিক দলগুলোর নেতারা জামায়াতকে এই অনুরোধ করেন।
বৈঠকের পর সংবাদ সম্মেলনে ২০ দলীয় জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘সিলেটে জামায়াতের প্রার্থী এখনও আছে। আজকের বৈঠকে সব শরিক দল অনুরোধ করেছে, তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে।’
তিনি আরও বলেন, ‘নিশ্চয় রাজনৈতিক দল হিসেবে জামায়াতের সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। বৈঠকে তাদের প্রতিনিধি ছিলেন। তিনি দলের হাইকমান্ডকে আমাদের অনুরোধের বিষয়টি জানাবেন। আশা করি, ২০ দলীয় জোটের ঐক্যের বিষয়টি তাদের কাছে গুরুত্ব পাবে।’
এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘২০ দলের মধ্যে কোনও বিভেদ নেই। সব নির্বাচনে যে কোনও রাজনৈতিক দল অংশ নেবে, সেই স্বাধীনতা আছে। জামায়াতকে আমরা অনুরাধ করেছি। সিলেটের ব্যাপারে তারা ২০ দলীয় জোটের অনুরোধ রাখবেন।’
সংবাদ সম্মেলনে শেষ জামায়াতের কর্ম পরিষদের সদস্য মোবারক হোসাইন বলেন, ‘২০ দলীয় শরিকরা জামায়াতের প্রার্থী প্রত্যাহারের অনুরোধ করেছেন, আমি দলের নীতিনির্ধারকদের কাছে এই বার্তা পৌঁছে দেবো।’
নজরুল ইসলাম খান জানান, ‘জোটের বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দারের স্ত্রী অধ্যাপিকা জওসন আরা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। ১২ জুলাই এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের গাড়ি বহরে হামলার নিন্দা জানানো হয়েছে।’
তিরি আরও বলেন,‘ জয় বাংলা স্লোগান দিয়ে গাড়ি বহরে আক্রমণ করা হয়েছে। সেখানে পুলিশ নীরব ভূমিকা পালন করেছে। হামলাকারীদের ভিড়িও ফুটেজ দেখে তাদের গ্রেফতার করা হোক। পুলিশের ভূমিকাও তদন্ত করা হোক।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে কল্যাণ পার্টি ছাড়া সব দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন।