নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটে বর্ণিল আয়োজনে দৈনিক যুগান্তরের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।
শনিবার সিলেট বিভাগীয় ব্যুরো অফিসে কেক কাটা, র্যালির মাধ্যমে বহুল প্রচারিত পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, গণতন্ত্রী পার্টির সাবেক কেন্দ্রীয় সভাপতি, ব্যারিস্টার আরশ আলী, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাবেক সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, এসএমপি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রওশন জেবিন রুবা, সাংবাদিক আল আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম লিটন, সহ সভাপতি শামসুল আলম সেলিম, উর্বশী আবৃত্তি পরিষদের সভাপতি মোকাদ্দেস বাবুল, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সহসভাপতি খোয়াজ রহিম সবুজ, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, কোষাধ্যক্ষ ইন্দ্রানী সেন সম্পা, বিশিষ্ট সংগীত শিল্পী উস্তাদ হিমাংশু বিশ্বাস, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজার সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, সাধারণ সম্পাদক মনজুর আহমদ, জেবুন্নেছা-এনাম ফাউন্ডেশনের চেয়ারম্যান শমসের জামাল, সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মো. আফতাব উদ্দিন, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশন’র সভাপতি ফয়সল আহমদ বাবলু, সাধারণ সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির, শ্রুতির পরিচালক সুকান্ত গুপ্ত ও সুমন্ত গুপ্ত, অ্যাডভোকেট শহিদুজ্জামান, অ্যডভোকেট সুব্রত দাস, সাবেক ব্যাংকার হাবিুর রহমান চৌধুরী, সাংবাদিক কামকামুর রাজ্জাক রুনু, শাহ মুজিবুর রহমান জকন, এম এ মতিন, শেখ ওয়েছ খসরু, ছামির মাহমুদ, বিলকিস আক্তার সুমী, আশকার আমীন লস্কর রাব্বী, প্রত্যুষ তালুকদার, ইউসুফ আলী, শফি আহমদ, নাসির উদ্দিন, ঘোপাল বর্ধন, আলমগীর হোসেন, আনিস মাহমুদ, এইচ এম শহিদুল ইসলাম, মামুন হোসেন, শাকিল আহমদ সোহাগ, রায়হান উদ্দিন, এসিড সন্ত্রাস নির্মুল কমিটি এসনিক’র সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গোলজার।

আগত অতিথিদের স্বাগত জানান, যুগান্তরের সিলেট ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহ, সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান রিপন, স্টাফ রিপোর্টার আবদুর রশিদ রেনু, আজমল খান, ইয়াহইয়া মারুফ, যুগান্তর স্বজন সমাবেশের বিভাগীয় সমন্বয়কারী প্রণব কান্তি দেব, সিলেট ব্যুরোর ফটোগ্রাফার মামুন হাসান, গোলাপগঞ্জ প্রতিনিধি হারিছ আলী, যুগান্তর স্বজন সমাবেশ সিলেট’র সভাপতি প্রভাষক সুমন রায়, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম অনি, স্বজন সুবিনয় আচার্য্য, শাওন আহমদ, সোহান মিয়া, যীশু আচার্য্য, রুবেল রাজসহ স্বজন সদস্যরা।