শনিবার, ১০ মে ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ :হবিগঞ্জের আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ে সীম নিবন্ধনে গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায় করার অভিযোগে দুই অপারেটরকে আটক করেছে পু্লশি। পর তাদেরকে মুচলেকার মাধ্যমে মুক্তি দেয়া হয়েছে।
জানাযায়, আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও চৌধুরী বাজারে বায়োমেট্রিক পদ্ধতিতে সীম নিবন্ধন করতে গ্রাহকদের নিকট থেকে টাকা আদায়ের অভিযোগ দীর্ঘদিনের।
শনিবার (৩০ এপ্রিল) দুপুর ১টায় সীম নিবন্ধনে গ্রাহকদের নিকট থেকে টাকা আদায়ের অভিযোগে চৌধুরী বাজারের সওদাগর মার্কেট এলাকার চিশতিয়া টেলিকমের অপারেটর মোঃ তারেক মিয়া (৩২) ও আকাশ টেলিকমের অপারেটর কাজল মিয়া (৩৫) কে পু্লশি আটক করে নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
ভবিষ্যতে আর এমন ধরনের কাজ করবে না বলে অঙ্গীকার করে মুচলেকা দিলে এক ঘন্টা পর তাদের ছেড়ে দেয় পুলিশ।