শনিবার, ১০ মে ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ : হবিগঞ্জ সদর উপজেলার কটিয়াদি বাজার থেকে মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জিতু মিয়া (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।
সে উত্তর সুলতানশী ইয়ান উদ্দিনের পুত্র।
শনিবার (৩০ এপ্রিল) রাত ১০টায় সদর থানার এসআই মিজানুর রহমান ও এএসআই নুরে আলম সিদ্দিকির নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্যেফতার করে।
পুলিশ জানায়, তাকে আদালত থেকে এক বছরের সাজা, ২ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।