করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বানিয়াচংয়ে সাংবাদিকের ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২ নভেম্বর, ২০১৯

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং প্রেসক্লাবের সিনিয়র সদস্য,দৈনিক খোয়াই’র স্টাফ রিপোর্টার ও মাসিক সাহিত্য পত্রিকা ‘তরঙ্গ’র সম্পাদক শিব্বির আহমদ আরজু’র বড় ভাই মো. তজুমুল মিয়া (৫৬) এর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ আছর ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদ সংলগ্ন জামে মসজিদে বানিয়াচং প্রেসক্লাবের পক্ষ থেকে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি ও ডা. ইলিয়াছ একাডেমি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েত আলী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, জনাব আলী সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক জাকারিয়া খান,দৈনিক মানবজমিনের প্রতিনিধি মখলিছ মিয়া, দৈনিক সমকাল এর প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, ফ্রিল্যান্স সাংবাদিক দেওয়ান শুয়েব রাজা, উপজেলা কৃষি উপ সহকারি কর্মকর্তা মহিবুর রহমান মিটু, মাস্টার আব্দুল মোতালিব, সময়ের আলো প্রতিনিধি মো. আশিকুল ইসলাম, ডেসটিনি প্রতিনিধি আব্দাল মিয়া, মরহুমের ছোট ভাই সাংবাদিক শিব্বির আহমদ আরজু, সাংবাদিক সাগর প্রমুখ।

মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মাওলানা আবু সুফিয়ান।

উল্লেখ্য, উপজেলা সদরের সাগর দিঘীর পশ্চিম পাড় মহল্লার বাসিন্দা মো. তজুমুল মিয়া লিভারজনিত সমস্যার কারণে সম্প্রতি মৃত্যুবরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ