করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

জেএসসি পরীক্ষা শুরু আজ

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২ নভেম্বর, ২০১৯

করাঙ্গীনিউজ: আজ থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা। দেশের বড় এ পাবলিক পরীক্ষায় এবার সিলেট শিক্ষাবোর্ডের অধীনে অংশ নিচ্ছে ১ লাখ ৫৬ হাজার ৪৫৩ জন পরীক্ষার্থী। এবার পরীক্ষার্থী বেড়েছে, বেড়েছে কেন্দ্র সংখ্যাও। ১ হাজার ৬০ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভাগের ৪ জেলার ১৩৯টি কেন্দ্রে এবার পরীক্ষায় অংশ নেবে।

সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীদের সংখ্যা ২২ হাজার ২৪৯ জন বেশী। ছাত্র ৬৭ হাজার ১০২ জন এবং ছাত্রী ৮৯ হাজার ৩৫১ জন। আজ প্রথম দিন সকাল ১০ টায় বাংলা বিষয়ের পরীক্ষা দিয়ে শুরু হবে জেএসসি। চার জেলার মোট কেন্দ্রের মধ্যে সিলেট জেলায় ৫৬, হবিগঞ্জে ২৯, সুনামগঞ্জে ২৯ এবং মৌলভীবাজারে ২৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সিলেটে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো: কবির আহমদ জানান, সুষ্ঠু, প্রশ্ন ফাঁসমুক্ত ও নকলমুক্ত পরীক্ষা আয়োজনে সব প্রস্তুতি নেয়া হয়েছে। বোর্ডের পক্ষ থেকে ৫টি ভিজিল্যান্স টিম কেন্দ্র পরিদর্শন করবে। এছাড়া জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণও পরীক্ষা কেন্দ্র কঠোরভাবে মনিটরিং করবেন।

বোর্ড সুত্রে জানা গেছে, পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে নির্ধারিত সময়ে প্রবেশ করলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ একটি রেজিস্ট্রারে লিপিবদ্ধ করতে হবে। এরপর এটি শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে। কেন্দ্র সচিব ব্যতীত পরীক্ষাকেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। তবে তা হতে হবে একটি সাধারণ ফোন ।

গত বছর সিলেট বোর্ডে জেএসসি পরীক্ষার্থী সংখ্যা ছিল ১ লাখ ৫১ হাজার ৭২৭ জন। এর মধ্যে ৬৪ হাজার ৯৫৩ জন ছাত্র ও ছাত্রী ৮৬ হাজার ৭৭৪ জন। আর এবার পরীক্ষার্থী বেড়েছে ৪ হাজার ৭শ ২৬ জন। গত বছর ১২৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর এবার ১১ টি বেড়ে কেন্দ্র হয়েছে ১৩৯ টি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ