করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জ জেলা আ’লীগের সম্মেলন ৬ ডিসেম্বর

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলেন ৬ ডিসেম্বর অনুষ্টিত হবে।

বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর এক সভায় এই তারিখ ঘোষণা করা হয়।

সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন জানান, সভায় সংগঠনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সিলেট বিভাগের চারটি ইউনিটের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আগামী ৩০ নভেম্বর সিলেট মহানগর ও ৫ ডিসেম্বর সিলেট জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, ১ ডিসেম্বর সুনামগঞ্জ জেলা ও ৬ ডিসেম্বর হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ